"EYE Level is Buy Level"- এই জনপ্রিয় ধারণাকে কার্যকর করে মার্কেট দখলের মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে সিন্দাবাদ ডট কম- এর সিইও জিএম কামরুল হাসান একজন প্রমাণিত এবং জনপ্রিয় সিএক্সও। ব্র্যান্ড প্রাকটিশনার্স বাংলাদেশ এর উদ্যোগে আগামী ২১ জানুয়ারি, ২০২২ তারিখে ডানো ব্র্যান্ডটক ৩.০ পাওয়ার্ড বাই ওয়ালটন ও দারাজ ইভেন্টে “Market Penetration Intensification Strategies” শিরোনামে বাজার দখলের কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করবেন। মার্কেট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রাইস এডজাস্টমেন্ট, অগমেন্টেড প্রোমোসান, ব্যারিয়ার টু এন্ট্রি, স্ট্র্যাটেজিক এলায়েন্স এর মাধ্যমে মার্কেট ধরা এবং এগিয়ে যাবার এই সেসান ব্র্যান্ড-মার্কেটিং-সেলস এবং উদ্যোক্তাদের জন্যে দরকারি।
এই ব্র্যান্ডটক-এ ২০ জন দক্ষ মার্কেটিং পেশাজীবী এবং উদ্যোক্তা তাদের অভিজ্ঞতার আলোকে করোনাকালীন সময়ে ব্যবসায়িক ধারাবাহিকতা বজায় রাখা, বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসায়িক পরিচালনা এবং ব্র্যান্ডকে প্রতিকূলতায় ও প্রতিযোগিতায় সফলভাবে টিকে থাকার বিষয় নিয়ে আলোচনা করবেন। বিস্তারিত: 01911978292