গত ৬-৭ বছরে টেন মিনিট স্কুল বাদে আর কিছু নিয়ে চিন্তা করা হয়নি। অনেক কিছু করার ইচ্ছা থাকলেও অনেক সময় করা হয়ে ওঠেনি কারণ টাকা ছিলো না।
অনেক পরিকল্পনা অর্ধেক রাস্তায় গিয়ে থেমে যেত। সবসময় মনে হতো আর কিছু টাকা থাকলেই এসব করে ফেলা যেত। সেই অপূর্ণ ইচ্ছাগুলো মেটাতেই ফান্ডরেইজিংইয়ের পেছনে গত এক বছর সময় দেওয়া। এই পুরো সময়টা আমি আসলে অনেক কিছু থেকেই একটু বিচ্ছিন্ন ছিলাম। অনেক জায়গায় সময় দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতায় এখন যেহেতু টাকার একটা ব্যবস্থা হয়ে গেছে, এখন সময় সেই অপূর্ণ স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করার।
আজকে আর কথা না বাড়াই। একটু বেশি আবেগী হয়ে লিস্টটা বেশি বড় করে ফেলেছি মনে হয়। সবগুলো বাস্তবায়ন করতে আরো টাকার প্রয়োজন হবে আসলে। সেটার জন্যে এখন উঠে পড়ে কাজ করতে চাই।
গত এক বছর আমাদের পুরো টিম এই ফান্ডরেইজিংয়ের জন্যে দিনরাত কষ্ট করেছে। সত্যি বলতে এখন আর আমি না থাকলেও আমাদের টিম পুরোটা চালিয়ে নিতে পারবে। এমন একটা টিমের সাথে কাজ করতে পারা আসলে একটা বিশাল পাওয়া।